যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে গোলাগুলি, নিহত ১০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১৪ এএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৩৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক ওয়ালমার্ট স্টোরে বন্ধুক হামলার এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, রাজ্যের চেসাপিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট এর একটি স্টোরে এক বন্দুকধারী এই হামলা চালায়। খবর বিবিসির।
চেসাপিক সিটি এক টুইট বার্তায় ওয়ালমার্টের স্টোরে বন্দুক হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছে। তবে এই নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ১০ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির পুলিশ সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় ১০ টা ১২ মিনিট নাগাদ এই হামলা হয়েছে। মুখপাত্র লিও কসিন্সকি বলেন, তার ধারণা স্টোরের ভেতরে এই গোলাগুলি হয়েছে এবং সন্দেহভাজন হামলাকারী একাই এই হামলা চালিয়েছে।
এই নিয়ে ওয়ালমার্ট জানিয়েছে, তারা এই ঘটনায় স্তব্ধ এবং আইনপ্রণেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভার্জিনিয়ার স্টেট সিনেটর লুইসি লুকাস জানান, এই হামলায় তার হৃদয় ভেঙে গেছে।