অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরস্কার পেলেন ফখরুল কন্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:২৭ এএম, ৯ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৪৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
অস্ট্রেলিয়ার অন্যতম সম্মানজনক 'অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার' পুরস্কার পেয়েছেন ডা. শামারুহ মির্জা। ‘অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার’ পুরস্কার হাতে পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ডা. শামারুহ মির্জা।
আজ বুধবার অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারিতে স্থানীয় সময় সকাল ১১টায় তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
শামারুহ মির্জা একজন চিকিৎসা বিজ্ঞানী। ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন। চিকিৎসক হলেও মূলত তিনি একজন নারী সংগঠক হিসেবে সমধিক পরিচিত।