চীনে তৃতীয় মেয়াদে নির্বাচিত হলেন শি জিনপিং
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৫৯ এএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ১২:১৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী কংগ্রেসে নতুন মেয়াদে শীর্ষ পদে উঠে এসেছেন।
আজ রবিবার (২৩ অক্টোবর) কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এএফপি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সপ্তাহব্যাপী কংগ্রেসের পর তৃতীয় মেয়াদে তিনি চীনের নেতা নির্বাচিত হলেন।
ঐতিহাসিক তৃতীয় মেয়াদে জয়লাভ করার পর শি জিনপিং রোববার ‘নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের’ প্রতিশ্রুতি দিয়েছেন।
বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে সাংবাদিকদের তিনি বলেন, আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
তিনি পার্টি এবং জনগণের অগাধ আস্থার যোগ্যতা প্রমাণে নিষ্ঠার সাথে দায়িত্বপালনের প্রতিশ্রুতি দিয়েছেন।