অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি মা-বাবা ও ছেলের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৪২ এএম, ১৮ অক্টোবর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:১৭ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
অস্ট্রেলিয়ার সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী ক্যানবেরার পশ্চিমে কপিনস ক্রসিং রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম, তার স্ত্রী অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রাজিয়া সুলতানা ও তাদের ছোট ছেলে রনি। শহিদুল স্ত্রী ও সন্তানকে নিয়ে ক্যানবেরায় তার বড় ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন। তাদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি গাড়ি চালাচ্ছিলেন শহীদুল ইসলামের বড় ছেলে ক্যানবেরা প্রবাসী ডাক্তার ও আনোয়ার জাহিদ রাশেদ। তার অবস্থা আশঙ্কাজনক।
ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট মিক ক্যালাটজিস জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। দুর্ঘটনার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।