রুশ সামরিক প্রশিক্ষণকেন্দ্রে বন্দুকধারীদের হামলা, নিহত- ১১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:২৮ এএম, ১৬ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৭:১৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ‘সন্ত্রাসী’ হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যমগুলো গতকাল শনিবার এ খবর জানিয়েছে। খবর এএফপির।
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার খবরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সাবেক সোভিয়েতভুক্ত একটি দেশের দুজন নাগরিক প্রশিক্ষণ চলাকালে নির্বিচারে গুলি ছুড়েছেন। তাঁরা দুজনেই পাল্টা গুলিতে নিহত হয়েছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, গতকাল শনিবার বেলগোরোদ অঞ্চলে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস (সিআইএস)-ভুক্ত একটি দেশের দুজন নাগরিক সন্ত্রাসী আচরণ করেছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে সিআইএস জোট গঠিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে বিশেষ সেনা অভিযানে অংশ নিতে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ চলাকালে ওই হামলা হয়।
গত ২১ সেপ্টেম্বর রাশিয়ায় আংশিক সেনা সমাবেশের ঘোষণার পর দুই লাখের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে রুশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই ঘোষণা ও রুশ নাগরিকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার প্রতিবাদে রাশিয়ার বেশ কয়েকটি নিয়োগ কার্যালয়ে বিক্ষোভ হয়েছে।