আর নেই রানি এলিজাবেথ, অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফন নিয়ে রহস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ এএম, ৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:২৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীনতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
গতকাল বৃহস্পতিবার সকালে রানির শরীরের অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন তিনি। খবর পেয়েই ছুটে যান রাজ পরিবারের সদস্যরা। নেট মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসসহ মন্ত্রী এবং সারা বিশ্বের রাজনীতিক, ধর্মীয় নেতারা।
গত বছর অক্টোবর থেকেই শরীর ভাল যাচ্ছিল না রানির। ভাল ভাবে হাঁটাচলাও করতে পারছিলেন না। বৃহস্পতিবার তার অসুস্থতার খবর পেতেই বালমোরাল প্রাসাদে ছোটেন চার ছেলে-মেয়ে— যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮)। চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়ামও পৌঁছে যান। সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন উইলিয়ামের ভাই হ্যারি এবং তার স্ত্রী মেগান। রাজ পরিবারের সংসর্গ ছেড়ে এখন আমেরিকায় থিতু হয়েছেন হ্যারি এবং মেগান।
মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসকে নিয়োগ করেছিলেন রানি এলিজাবেথ। সিংহাসনে বসার পর থেকে ব্রিটেনের ১৫ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেছিলেন তিনি। প্রথা ভেঙে বাকিংহামের পরিবর্তে বালমোরাল প্রাসাদে বসেই লিজকে অভিনন্দন জানিয়েছিলেন রানি। সেই ছবিতে স্পষ্ট ধরা পড়েছিল তার অসুস্থতা।
বৃহস্পতিবার চিকিৎসকরা রানির শারীরিক অসুস্থতার কথা ঘোষণা করতেই নেট মাধ্যমে লেখেন, ‘গোটা দেশ এখন বাকিংহাম প্রাসাদের খবর নিয়ে উদ্বিগ্ন। আমার এবং গোটা ব্রিটিশ যুক্তরাজ্যের চিন্তায় এখন রানি এবং তার পরিবার।’ ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি জানিয়েছিলেন, রানির সুস্থতা প্রার্থনা করছেন তিনি। প্রসঙ্গত, চার্চ অব ইংল্যান্ডেরও প্রধান ছিলেন রানি।
অন্যদিকে রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর এখন কী কী হবে তা নিয়ে জনসাধারণের মনে প্রশ্ন রয়েছে। কারণ ব্রিটেনের রাজতন্ত্র পরিবর্তনের ৭০ বছর হয়ে গেছে।
রানির মৃত্যুর পর একটি নির্বিঘ্ন ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে এবং তার ঐতিহাসিক রাজত্বকে যথাযথভাবে সম্মান জানাতে, যুক্তরাজ্য সরকার ও রাজপরিবার কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছে।
এবিসি নিউজের এক রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক দিনের জন্য কিছু সম্ভাব্য আনুষ্ঠানকতা রয়েছে।
রানির শেষকৃত্য কখন ও কোথায় অনুষ্ঠিত হবে?
জাতীয় শোকের প্রথাগত নিয়মানুসারে বলা যায়, রানির অন্ত্যেষ্টিক্রিয়া তার মৃত্যুর ১০ দিন পরে হবে।
এলিজাবেথ ১৭৬০ সাল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শেষকৃত্য সম্পন্নকারী প্রথম সার্বভৌম হবেন বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক গণ্যমান্য ব্যক্তিরা ও রাষ্ট্রের নেতারা রানির শেষকৃত্যে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
ওয়েস্টমিনস্টার অ্যাবে আট হাজার জনেরও বেশি লোকের আয়োজন, যেমনটি এটি রানির রাজ্যাভিষেকের জন্য করেছিল।
কোথায় হবে তার শেষ বিশ্রামের স্থান?
রানিকে সম্ভবত উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে ব্যক্তিগতভাবে সমাহিত করা হবে।
সেখানে রানি তার মরহুম প্রিয়তম স্বামী প্রিন্স ফিলিপ, তার বাবা রাজা ষষ্ঠ জর্জ, বোন প্রিন্সেস মার্গারেট ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সেখানে অনন্তকাল বিশ্রাম নেবেন।
সূত্র : বিবিসি, এপি ও অন্যান্য