তাইওয়ানের সামরিক মহড়া শুরু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:২৫ এএম, ৯ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৩৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
তাইওয়ানে সামরিক অভিযান চালাতে পারে চীন, এমন শঙ্কা থেকেই দেশটির সেনাবাহিনী প্রতিরক্ষামূলক মহড়া শুরু করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার এ মহড়া শুরু হয়।
তাইওয়ানের অষ্টম আর্মি কর্পসের মুখপাত্র লু ওয়েই জিয়ে জানান, দক্ষিণাঞ্চলীয় কাউন্সি পিঙ্গুটঙ্গে এ মহড়া শুরু হয়েছে। মহড়ায় কয়েকশ' সেনা ও ৪০টি হাউইটজার মোতায়েন করা হয়েছে।
যদিও দেশটির সামরিক মুখপাত্র লু জানান, এই মহড়ার সূচি আগেই নির্ধারিত ছিল। চীনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে এটি আয়োজন করা হচ্ছে না।
এর আগে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে তাইওয়ানকে ঘিরে চারদিনের নজিরবিহীন সামরিক মহড়া চালায় চীন। সেটি শেষ না হতেই সোমবার আবার কোরীয় উপদ্বীপের কাছে ইয়েলো সি বা পীত সাগর এবং লাগোয়া বোহাই সাগরে নতুন সামরিক মহড়া শুরুর ঘোষণা দেয় চীন।
কয়েক দশকের মধ্যে পেলোসিই ছিলেন একমাত্র উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তা যিনি তাইওয়ানে পা রাখেন।