ভারতে সাউন্ডবক্স থেকে বিদ্যুৎস্পৃষ্ট, মারা গেলেন ১০ পুণ্যার্থী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:০৭ এএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৮:২১ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (৩১ জুলাই) রাতে একটি পিকআপ ভ্যানের মধ্যে সাউন্ডবক্স বাজিয়ে একটি তীর্থ ক্ষেত্রে যাচ্ছিলেন তারা। ওই সাউন্ডবক্স থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১০ পুণ্যার্থীর।
কোচবিহারের শীতলকুচি থেকে জলপাইগুড়ির ঐতিহাসিক জল্পেশ শিবমন্দিরে শিবের মাথায় পানি ঢালতে যাচ্ছিলেন ওই পিকআপের যাত্রীরা। পিকআপে ৩৬ জন ছিলেন। আহত ১৬ জনকে জলপাইগুড়ি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাথাভাঙ্গা পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বার্মা জানিয়েছেন, কোচবিহারের শীতলকুচি এলাকা থেকে ২৭ জনের একটি পুণ্যার্থী দল পিকআপ ভ্যান করে জলপাইগুড়ির জলেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পুণ্যার্থীদের ওই গাড়িটি চ্যাংড়াবান্ধার ধরলা নদীর সেতু পার করার সময় হঠাৎ সাউন্ডবক্স থেকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত হন ১৬ জন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই দুর্ঘটনায় নিহতদের আর্থিক ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি স্থানীয় একজন মন্ত্রীকেও হতাহত পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন।