কেনিয়ায় বাস নদীতে পড়ে ২৪ জন নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:০৮ এএম, ২৫ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ১০:২৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কেনিয়ায় একটি বাস নদীতে পড়ে ২৪ জন নিহত হয়েছেন। কেনিয়া রেডক্রস সোসাইটি এবং উদ্ধারকারী দলের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
কেনিয়ার মধ্যাঞ্চলীয় মেরু থেকে নাইরোবী যাওয়ার পথে রোববার বাসটি নিথি নদীর ৪০ মিটার গভীরে পড়ে যায়। স্থানীয় সংবাদ মাধ্যম নেশনের খবরে এ কথা বলা হয়।
এ ঘটনায় ২০ জনেরও বেশি যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তিন যাত্রী নিখোঁজ রয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, ব্রিজটিতে একাধিক দুর্ঘটনা ঘটায় একে ‘ব্ল্যাক স্পট’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।