নতুন পাঁচটি দেশকে ‘বন্ধু নয়’ দেশের তালিকায় যুক্ত করল রাশিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৪৯ পিএম, ২২ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর বেশকিছু দেশ তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আর এসব দেশকে বন্ধু নয় দেশের তালিকায় যুক্ত করে রাশিয়া। এসব দেশের সঙ্গে বাণিজ্য করা এবং কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন শর্ত জুড়ে দেয় ক্রেমলিন প্রশাসন। এবার নতুন করে আরও পাঁচটি দেশকে ‘বন্ধু নয়’ এমন দেশের তালিকায় যুক্ত করেছে রাশিয়া।
দেশগুলো হলো- গ্রিস, ডেনমার্ক, সেøাভেনিয়া, ক্রোয়েশিয়া এবং স্লোভাকিয়া। এ নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিসুসতিনের স্বাক্ষরিত একটি বিবৃতি রাশিয়ার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে থাকে যেসব দেশ সেসব দেশকে ‘বন্ধু নয়’ দেশের তালিকায় রাখে রাশিয়া।
যেসব দেশকে বন্ধু নয় দেশের তালিকায় রাখা হয় সেসব দেশ রাশিয়ার ভেতর অবস্থিত দূতাবাস, কনস্যুলেট, প্রতিনিধিত্বমূলক অফিস এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কর্মী নিয়োগ বা নিয়ে আসার বিষয়টি সীমিত করে দেয়।
গত এপ্রিল মাসে এ নিয়ে একটি ডিক্রি জারি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
রাশিয়ার ‘বন্ধু নয়’ এমন দেশের তালিকায় রাখা হয়- আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, আইসল্যান্ড, কানাডা, লিশটেনস্টাইন, মাইক্রোনেশিয়া, মনাকো, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, উত্তর মেসিডোনিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, মন্টেনেগ্রো, সুইজারল্যান্ড ও জাপান।
এছাড়া ব্রিটিশ-শাসিত জার্সি দ্বীপপুঞ্জ, অ্যাঙ্গোলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, জিব্রালটার এলাকাও রয়েছে নিষেধাজ্ঞার আওতায়। সূত্র : সিএনএন