যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত তিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৪২ এএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০২:১০ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
আবারও বন্দুক হামলার ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রে। দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানোপোলিস শহরের কাছে এই হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। পরে এক পথচারীর পাল্টা গুলিতে নিহত হয়েছেন বন্দুকধারী নিজেও। এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে জানানো হয়, রোববার সন্ধ্যার সময় এ বন্দুক হামলার ঘটনা ঘটে।
গ্রিনউড পুলিশের প্রধান জিম আইসন এ নিয়ে বলেন, আমরা গ্রিনউড পার্ক মলে একটি ভয়াবহ বন্দুক হামলার শিকার হয়েছি। এখন পর্যন্ত তিন জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। একজন সশস্ত্র ব্যক্তি ওই বন্দুক হামলাকারীকে গুলি করে থামিয়েছে। গ্রিনউড পুলিশ তাদের ফেসবুক একাউন্টে একটি পোস্টে ওই বন্দুক হামলা সরাসরি প্রত্যক্ষ করাদের পুলিশের সঙ্গে যোগাযোগের আবেদন জানিয়েছে।
জানা গেছে, বন্দুকধারী একা ছিলেন। তার কাছে একটি বন্দুক ও কয়েকটি ম্যাগাজিন গুলি ছিল।
গুলির শব্দ শুনে ক্রেতা ও শপিং মলের কর্মীরা দিগ্বিদিক ছুটতে থাকেন এবং লুকিয়ে পড়েন। হতাহত সব ব্যক্তি, বন্দুকধারী কিংবা ওই পথচারীর নাম প্রকাশ করেনি পুলিশ।
যুক্তরাষ্ট্রে স্কুল, কর্মস্থল ও জনসমাগমস্থলে বন্দুক হামলার ঘটনা নিয়মিত ঘটছে। গত মে থেকে নিউইয়র্কের একটি সুপারশপে, টেক্সাসের একটি বিদ্যালয়ে এবং ইলিনয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলা হয়। এরপর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। কিছু নির্দিষ্ট অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করে প্রস্তাবিত একটি আইন চলতি সপ্তাহে গ্রহণ করবে মার্কিন হাউস জুডিশিয়ারি কমিটি। গত শুক্রবার প্যানেলটি এ কথা জানিয়েছে। তবে এটি সিনেটে পাস হবে না বলেই মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে বছরে ৪০ হাজারের বেশি মানুষ মারা যায় বন্দুকের গুলিতে। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েই চলেছে বন্দুক হামলার ঘটনা। গত ৪ই জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডেও বন্দুক হামলায় ৭ জন নিহত এবং অন্তত তিন ডজন মানুষ আহত হয়েছেন।