শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৫৭ পিএম, ১১ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৩:৪৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখা ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, আগামী ১৫ জুলাই পার্লামেন্টের অধিবেশন ডাকা হবে। আর প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০ জুলাই।
আজ সোমবার (১১ জুলাই) পার্লামেন্টের স্পিকার এমন তথ্য দিয়েছেন।
ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে আগামী বুধবার পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনা বলেন, ১৯ জুলাই নতুন প্রেসিডেন্টের জন্য মনোনয়ন দেওয়া হবে। আর পরের দিন অনুষ্ঠিত হবে ভোট। আজ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে নতুন সর্বদলীয় সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই কোটি ২০ লাখ জনসংখ্যার শ্রীলঙ্কায় বর্তমানে নজিরবিহীন অর্থনৈতিক সংকট চলছে। যা গেল সাত দশকে আর কখনো দেখা যায়নি।
বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে জ্বালানি ও অন্য অপরিহার্য পণ্য আমদানি করতে পারছে না দেশটি। যে কারণে শনিবারও রাজধানী কলোম্বোয় কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন।