উজবেকিস্তানে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ২৫০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১৫ এএম, ৫ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে রাজনৈতিক সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে সেখানে অন্তত ১৮ জন নিহত হয়েছে এ সহিংসতায়। এছাড়া আহত হয়েছে প্রায় আড়াইশ মানুষ। স্বশাসিত অঞ্চল কারাকল্পকস্তানকে কেন্দ্র করে এ সহিংসতা শুরু হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে জানানো হয়, সম্প্রতি আরল সাগরের তীরবর্তী ওই প্রদেশের স্বশাসনের অধিকার খর্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট শাভকত মিরজিইয়োইয়েভ। সংবিধান সংশোধনের উদ্দেশ্যে খসড়া প্রস্তাব পেশ করেছিলেন তিনি। তার পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা প্রদেশ। কারাকল্পকস্তানে মূলত সংখ্যালঘু জনজাতিদের বাস। সেখানে উজবেক ভাষার থেকেও বেশি প্রচলিত কাজাখ ভাষা। সেখানকারই স্বশানের অধিকার খর্ব করতে চেয়েছিলেন দেশের প্রেসিডেন্ট।
তবে বিষয়টি ভাল চোখে দেখেননি স্থানীয় বাসিন্দারা। এরই জেরে গত শুক্রবার প্রশাসনিক রাজধানী নুকাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাস্তায় জ্বালিয়ে দেওয়া হয় প্রচুর গাড়ি। ভেঙে ফেলা হয় ব্যারিকেড। পুলিশ-জনতা সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৮ জনের। আহত অনেককে হাসপাতালে ভর্তি।
এরইমধ্যে শহরে দাঙ্গা বাধানোর অভিযোগে ৫১৬ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে তাদের বেশির ভাগকেই ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। পাশাপাশি আপাতত সংবিধান সংশোধনের সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন প্রেসিডেন্ট।