ভারতে বাস দুর্ঘটনা, স্কুল শিক্ষার্থীসহ নিহত- ১৬
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৫১ এএম, ৪ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ১১:৩৭ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভারতের হিমাচল প্রদেশের কুলুতে সোমবার (৪ জুলাই) ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে।
এতে স্কুল শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কুলুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল। সংবাদ সংস্থা এএনআই সূত্র জানায়, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি।