জর্ডানে কেমিক্যাল দূর্ঘটনায় নিহত ১৩
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৪৯ পিএম, ২৮ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৫২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জর্ডানের আকাবা বন্দরে ভয়াবহ কেমিক্যাল দূর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। নিহতদের মধ্যে আছেন ৪ অভিবাসী। বন্দরের মধ্যে রাখা ক্লোরিন গ্যাস বাইরে বের হয়ে বিস্ফোরণের সৃষ্টি করে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের মধ্যে ৮ জন জর্ডানের নাগরিক। এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে জানানো হয়, বিস্ফোরণটি এতো শক্তিশালী ছিল যে পাশে থাকা একটি ট্রাক উড়ে যায়। এছাড়া ঘটনাস্থলে হলুদ ধোয়া সৃষ্টি করে বিষাক্ত গ্যাস। বিস্ফোরণের পর বন্দরে থাকা কর্মীরা জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিস্ফোরণের কাছাকাছি থাকাদের সেই সুযোগ ছিল না। কর্তৃপক্ষ দ্রুত আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।
বর্তমানে সেখানে কেমিক্যাল বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখছে। এছাড়া প্রধানমন্ত্রী বিশর খাসাওনেহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া তাৎক্ষনিক ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন।
তারা বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে আহতদের অবস্থা সম্পর্কে আপডেট নেন। এছাড়া, একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এ নিয়ে।