রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা জি-সেভেন নেতাদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৬ পিএম, ২৭ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০২:০৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাশিয়ার হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা দিয়েছে জি-সেভেন দেশগুলো। একই সঙ্গে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প ঠেকাতে ২০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণাও দেওয়া হয়েছে।
আরব নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেওয়ার পাশাপাশি জানিয়েছেন বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই।
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের মধ্যেই জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরে সমবেত হয়েছেন বিশ্বের প্রভাবশালী সাতটি দেশের সংগঠন জি-সেভেনের শীর্ষ নেতারা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের আমন্ত্রণে এতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
আরব নিউজ জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গই এবারের সম্মেলনে বেশি গুরুত্ব পেয়েছে। তবে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতিও ভাবিয়ে তুলেছে জি-সেভেনকে। দেশটির অগ্রযাত্রা রুখতে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প ঠেকাতে ২০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
বাইডেন বলেন, পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে একটি তহবিলের আনুষ্ঠানিক ঘোষণা করছি আমরা। বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় প্রকল্প ইতোমধ্যে হাতে নিয়েছি। গর্বের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাষ্ট্র দুইশ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করেছে।