মালিতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, নিহত- ২০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:১৯ পিএম, ২০ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১১:৪২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মালির উত্তরাঞ্চলের ২০ জনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এছাড়া মাইন বিস্ফোরণে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীরা উত্তরাঞ্চলের গাও শহর থেকে ৩৫ কিলোমিটার দুরে আনচাওয়াদজে গ্রামে এ হত্যাকাণ্ড ঘটায়। নাম না প্রকাশ করার শর্তে শীর্ষ এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে। স্থানীয় এক কর্মকর্তা নিহতের সংখ্যা ২৪ বলে জানিয়েছেন। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।
বলেন, আনচাওয়াদজের পরিস্থিতি উদ্বেগজনক। আবারো সহিংসতা হতে পারে, এই ভয়ে অনেকে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন।
এদিকে এ ঘটনার পর রোববার জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন।
জাতিসঙ্ঘের এমআইএনইউএসএমএ’র মালি শাখা প্রধান এল ঘাসিম ওয়ানে টুইটারে এ কথা জানান।
এমআইএনইউএসএমএ’র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি এমআইএনইউএসএমএ’র গিনি বাহিনীর সদস্য ছিলেন। মাইন বিস্ফোরণে প্রথমে আহত ও পরে তিনি মারা যান।
প্রতিপক্ষের হামলায় এ পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর ১৭৫ সদস্য নিহত হয়েছেন।