আসাম-মেঘালয়ে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৪২
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২১ পিএম, ১৯ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৩৬ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনিডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বন্যা ও ভূমিধসে আসামে ২৪ জন ও মেঘালয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।
একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে ত্রিপুরায় অন্তত ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
কর্মকর্তারা জানান, মেঘালয়ের মাওসিনরাম এবং চেরাপুঞ্জিতে ১৯৪০ সালের পর বৃষ্টিপাত রেকর্ড করেছে। আগরতলাতেও ৬০ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।
এনডিটিভি জানায়, আসামে ৪ হাজারের বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এরই মধ্যে সেখানকার এক লাখ ৫৬ হাজার মানুষকে আশ্রয়শিবিরে নেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যা পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনালাপ করেছেন ও সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
এদিকে, আসামের হোজাই জেলায় বন্যায় আটকে পড়া একটি উদ্ধারকারী নৌকা ২৪ যাত্রী নিয়ে ডুবে গেছে। তাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা গেলেও ৩ শিশুকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।