ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া : অ্যামনেস্টি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০১ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৩৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খারকিভে এসব যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে বলে অ্যামনেস্টি জানিয়েছে।
এদিকে এক রিপোর্টে জানানো হয়েছে, যুদ্ধ শুরুর পর ১০০ দিনে রাশিয়া আয় করেছে ৯৮ বিলিয়ন ডলার। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, সেভেরোডনেস্কের প্রতি মিটারের জন্য লড়াই করছে তার সৈন্যরা।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি জানিয়েছে, খারকিভে যখন ইউক্রেনের সেন্যদের আটক করা হয় তখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, যা যুদ্ধাপরাধের শামিল।
এ ছাড়া, নিরাপরাধ মানুষকেও হত্যার ঘটনা ঘটেছে। এই ধরনের সংস্থা এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের কথা বললো। এ বিষয়ে প্রমাণ আছে বলেও অ্যামনেস্টি জানায়।
ইউক্রেনের দনবাসের সেভেরোডনেস্ক শহরের ‘প্রতি মিটার’ ভূখণ্ডের জন্য লড়াই চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে রাশিয়া দনবাসে রিজার্ভ সেনা মোতায়েন করেছে বলেও জানান তিনি।
সেভেরোডনেস্ক শহরে আক্রমণ প্রতিনিয়ত জোরাল করছে রুশবাহিনী। ইউক্রেন থেকে শহরটি বিচ্ছিন্ন করে ফেলতে সেতু এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। রাতে দেওয়া এক ভাষণে এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, দনবাসে মস্কো সমর্থিত যোদ্ধাদের সহায়তা করতেই রিজার্ভ বাহিনী মোতায়েন করছে রাশিয়া।