সরকারি নিরাপত্তা প্রত্যাহারের পরদিনই কংগ্রেস নেতাকে হত্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৩ পিএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৬:২৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঠিক একদিন আগেই প্রত্যাহার করা হয়েছিল কংগ্রেস নেতা এবং জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার নিরাপত্তা। পাঞ্জাব সরকারের ওই সিদ্ধান্তের মাত্র এক দিনের মাথায়ই গুলি করে হত্যা করা হলো সিধুকে।
গতকাল রবিবার (২৯ মে) মানসা এলাকায় তাকে গুলি করা হয়। তাকে অন্তত ১০টি গুলি ভেদ করেছে। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
খবরে জানানো হয়, ঘটনার সময় মুসেওয়ালা তার গাড়িতে ছিলেন। সন্ত্রাসীরা সেই গাড়ি লক্ষ্য করেই গুলি ছোড়ে। তার মৃত্যু নিশ্চিত করতেই গায়ককে লক্ষ্য করে অন্তত ১০টি গুলি ছোড়া হয়েছে। গুলি এই গায়ক-রাজনীতিবিদের গাড়ির কাচ ভেদ করে তার শরীরে প্রবেশ করেছে বলেই তদন্তকারীরা জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে জওহর কে গ্রামের এক মন্দিরের কাছে। সিধুকে তার সমর্থকরা মানসা নাগরিক হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এর ঠিক একদিন আগেই সিধু মুসেওয়ালার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল ভগবন্ত মানের নেতৃত্বাধীন পাঞ্জাব সরকার।
তার পরই এই ঘটনা ঘটায়, সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। শুধু মুসেওয়ালাই নন, শনিবারই পাঞ্জাব সরকার খরচ কমাতে ৪২৪ জন ‘ভিআইপি’র নিরাপত্তা প্রত্যাহার করেছে। এই ব্যাপারে মান সরকারের বক্তব্য, তারা ভিআইপি সংস্কৃতির অবসান চান।
মানসার কাছেই এক গ্রামে সিধু মুসেওয়ালার বাড়ি। গত কয়েক বছরে তার বেশ কয়েকটি পাঞ্জাবি গান জনপ্রিয়তা পেয়েছে। সেই জনপ্রিয়তার ওপর নির্ভর করে মানসা থেকে বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হন। টিকিট দিয়েছিল কংগ্রেস। কিন্তু, শেষ পর্যন্ত দেখা যায় আম আদমি পার্টির ড. বিজয় সিংলার কাছে ৬৩,৩২৩ ভোটে মুসেওয়ালা পরাজিত হয়েছেন। তার আগে গত বছরের নভেম্বরে বিপুল সংখ্যক সমর্থক নিয়ে মুসেওয়ালা কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সেই সময় মানসার বিধায়ক ছিলেন কংগ্রেসেরই নজর সিং মানসাহিয়া। কংগ্রেস মুসেওয়ালাকে টিকিট দেয়ায় তিনি দলের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
মুসেওয়ালার মৃত্যুতে শুধু পাঞ্জাবের মানসাই নয়, ভারতের সংস্কৃতি মহলেও শোকের পরিবেশ তৈরি হয়েছে। বহু বিশিষ্ট ব্যক্তি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।