ব্রাজিলে ভূমিধস ও বন্যায় ৩০ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১১ পিএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৩:২৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
প্রবল বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যায় ব্রাজিলের উত্তর-পূর্ব পেরনামবুকো রাজ্যের রাজধানী রেসিফের মেট্রোপলিটন অঞ্চলে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানিয়েছে, এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা টুইটারে জানিয়েছেন, পেরনামবুকোয় বন্যার কারণে ৭৬০ জনের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন।
ইনস্টাগ্রামে পোস করা এক ভিডিওতে পেরনামবুকো সিভিল ডিফেন্স এজেন্সির নির্বাহী সচিব লেফটেন্যান্ট কর্নেল লিওনার্দো রদ্রিগেজ বলেছেন, রাজ্যের প্রায় ৩২ হাজার পরিবার ভূমিধস ও বন্যার ঝুঁকিতে রয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রেসিফের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে বন্যায় গৃহহীন হয়ে পড়া মানুষদের জন্য, যাতে করে সেখানে তারা আশ্রয় নিতে পারেন। এই অঞ্চলের আরেক রাজ্য আলাগোয়াসে বন্যায় নদীতে ভেসে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
আলাগোয়াসের রাজ্য সরকার বলেছে, যে গত কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবের কারণে ৩৩ পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।