কুয়েতের প্রখ্যাত ইসলাম প্রচারক শায়খ আহমাদ আল কাত্তান আর নেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১৫ পিএম, ২৪ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৩৫ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
কুয়েতের প্রখ্যাত ইসলাম প্রচারক শায়খ আহমাদ আল কাত্তান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল সোমবার কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এর আগে শারিরিক নানা জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
৮০ এবং ৯০ দশকের শুরুতে শায়খ আহমাদ আল কাত্তান অসাধারণ আরবি বক্তৃতার জন্য বিশ্বখ্যাত ছিলেন। বয়ানের মিম্বর থেকে মসজিদুল আকসা ও পবিত্র নগরী আল কুদস (জেরুসালেম) প্রতিরক্ষায় তার অনলবর্ষী বক্তৃতার সুনাম ছিল বিশ্বজুড়ে।
মহান এই মনীষী শেষ জীবনে বড় একজন ইসলাম প্রচারক হলেও জীবনের শুরুতে তিনি কমিউনিস্টদের সাথে জড়িয়ে পড়েন। পরে এক সময় সম্বিত ফিরে পান এবং ইসলামী আন্দোলন সম্পর্কে জ্ঞান অর্জন করেন। এরপরই ইসলামী জাগরণ প্রচারে আত্মনিয়োগ করেন তিনি।
শায়খ আহমাদ আল কাত্তান জন্মগ্রহণ করেন কুয়েতে। দেশটির বিভিন্ন মাদরাসায় যাবত ইসলামী শিষ্টাচার বিষয়ে পড়াশোনা করেন ১৮টি বছর। পরে ১৯৬৯ সালে স্নাতক পাস করেন তিনি।
সূত্র : সাবাক ও আরবি পোস্ট