আমিরাতের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন আল জায়েদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৪২ পিএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ১১:৫০ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
শেখ মোহাম্মদ বিন আল জায়েদ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির সাতটি অঞ্চলের শাসকরা আজ শনিবার সর্বসম্মতিক্রমে তাকে প্রেসিডেন্ট নির্বাচন করে। সাবেক নেতা শেখ খলিফার মৃত্যুর এক দিন পর তিনি ওই পদে অভিষিক্ত হলেন।
এমবিজেড নামে ব্যাপকভাবে পরিচিত শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আরব দুনিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তার সৎ ভাই প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান দীর্ঘ দিন অসুস্থ থাকায় পর্দার আড়াল থেকে তিনিই কার্যত দেশটি পরিচালনা করতেন।
সংযুক্ত আরব আমিরাতের সাতটি অঞ্চলের শাসকরা এক সভায় মিলিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ডব্লিউএএম জানিয়েছে, সর্বসম্মতিক্রমে এই নির্বাচন হয়।
দুবাইয়েল শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মুখতুম ভোটের পর টুইটারে বলেন, আমরা তাকে অভিনন্দিত করেছি, তার প্রতি আনুগত্য প্রকাশ করেছি।
শেখ মোহাম্মদ আরব দুনিয়ার অন্যতম ক্ষমতাধর নেতা হিসেবে পরিচিত। ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে গ্রাজুয়েট করা শেখ মোহাম্মদ উপসাগরীয় অঞ্চলের সর্বোত্তমভাবে সজ্জিত সেনাবাহিনীর কমান্ডে রয়েছেন।