লন্ডনে বাড়িতে ঢুকে ৪ জনকে হত্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩৭ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:০৬ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব লন্ডনে একটি বাড়িতে ঢুকে একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৫ এপ্রিল) ভোরে জরুরি নম্বরে ফোন পেয়ে দক্ষিণপূর্ব লন্ডনের একটি বাড়িতে ছুটে যায় পুলিশ। ডেলাফোর্ড রোডে সাউথ বারমন্ডসি স্টেশনের কাছে ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে ছুরিকাঘাতে আহত চারজনকে পড়ে থাকতে দেখে পুলিশ। এ ঘটনাকে 'ভয়াবহ ট্র্যাজেডি' উল্লেখ করে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন স্থানীয় এমপি হ্যারিয়েট হারম্যান।
এদিকে জড়িত সন্দেহে ৩০ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ। হত্যার কারণ উদ্ঘাটনে এরই মধ্যে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা।
হামলাকারী নিহত চারজনের পূর্বপরিচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।