আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪৭
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১৩ পিএম, ১৮ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৪৫ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
শনিবার আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে এই বিমান হামলা চালানো হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা।
এএফপিকে খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক শাবির আহমাদ ওসমানি বলেন, পাকিস্তানি হামলায় ৪১ বেসামরিক নাগরিক মারা গেছেন, যাদের মধ্যে নারী ও শিশুই সংখ্যাগরিষ্ঠ। আরও দুই আফগান কর্মকর্তা পাক হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এছাড়া কুনার প্রদেশে নিহত হয়েছে আরও ৬ জন।
বিমান হামলায় নিহত শিশুদের মরদেহের ছবি প্রকাশ করেছে আফগানিস্তানের সবথেকে বড় গণমাধ্যম টোলো নিউজ। হামলার পর আফগানিস্তানে পাকিস্তানবিরোধী বিক্ষোভ হয়েছে। তারা বিক্ষোভ থেকে এন্টি-পাকিস্তান স্লোগান দেয় এবং হামলার নিন্দা জানায়।
পাকিস্তান সেনাবাহিনী এখনও হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।
তবে রোববার ইসলামাবাদ আফগানিস্তানের তালেবানকে সাবধান করে বার্তা দিয়েছে। এতে আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে তালেবানকে চাপ দেয় ইসলামাবাদ। আল-জাজিরা জানিয়েছে, অত্যন্ত শক্ত ভাষায় তালেবানকে বার্তা দিয়েছে পাকিস্তান, যা সচরাচর দেখা যায় না। এতে বলা হয়েছে, আফগান ভূমি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানের মধ্যে হামলা চালাচ্ছে অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
গত বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়েই চলেছে। ইসলামাবাদের দাবি, আফগান ভূমিকে ব্যবহার করে একেরপর এক হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। হামলা থেকে বাঁচতে আফগানিস্তানের সঙ্গে থাকা সীমান্তে দীর্ঘ ২৭০০ কিলোমিটারের প্রতিরক্ষা বেষ্টনী তৈরি করছে পাকিস্তান। এ নিয়ে ক্ষোভ দেখিয়েছে তালেবান।