জিম্বাবুয়েতে যাত্রীবাহী বাস খাদে, নিহত- ৩৫
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২৭ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪৫ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জিম্বাবুয়েতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭১ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পূর্ব চিপিঙ্গে শহরে আয়োজিত ইস্টার উৎসবের সমাবেশে যোগ দিতে চার্চে যাওয়ার পথে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে।
বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন। তারা সবাই চিপিঙ্গের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তার পাশে গভীর খাদ ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ভয়াবহ এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র পল ন্যাথি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে ধারণা করা হচ্ছে। এসব বাসে সাধারণত ৬০ থেকে ৭৫ জন যাত্রী ধারণক্ষমতা। কিন্তু দুর্ঘটনার সময় বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন।