এরিক গারসেটিকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অবহিত ক্যালিফোর্নিয়া বিএনপি'র
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৩৬ এএম, ১ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৪১ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
লস অ্যাঞ্জেলেসের ৪২তম মেয়র এরিক গারসেটিকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অবহিত করেছেন ক্যালিফোর্নিয়া বিএনপি।
মেয়র এরিক গারসেটি লস অ্যাঞ্জেলেসের ৪২তম মেয়র ছিলেন, তিনি দক্ষিণ এশিয়ার দেশ ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছেন। ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া এরিক গারসেটিকে দক্ষিণ এশিয়ার লস অ্যাঞ্জেলেসে বসবাসরত স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপি’র পক্ষ থেকে ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক এম. ওয়াহিদ রহমান ও সাবেক সভাপতি আবদুল বাছিত এর নেতৃত্বে প্রতিনিধি দল যোগ দেন।
বদরুল আলম চৌধুরী বিদায়ী মেয়র এরিক গারসেটিকে বাংলাদেশের মানবাধিকার ও বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দি রাখাসহ বাংলাদেশের নানা পরিস্থিতি সম্পর্কে বিদায়ী মেয়রকে অবহিত করেন ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।
এরিক গারসেটি মনোযোগ সহকারে কথাগুলো শোনেন ও কাগজপত্রগুলো গ্রহন করেন এবং জবাবে বলেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত রয়েছেন ও ভবিষ্যতেও পর্যবেক্ষনে রাখবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।
আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এরিক গারসেটি ডেমোক্রেটিক দলের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বলে জানা যায়।