রুশ আগ্রাসনের তথ্য না থাকায় ফরাসি গোয়েন্দা প্রধানকে বরখাস্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১৯ পিএম, ৩১ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:২৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ইউক্রেনে রুশ আগ্রাসনের সম্ভাবনা নিয়ে কোনো তথ্য না থাকায় ফরাসি সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল এরিক ভিডাউডকে বরখাস্ত করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ফ্লান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইউক্রেনে রুশ হামলার বিষয়ে অগ্রীম কোনো তথ্য জানতেন না এরিক। এ বিষয়ে তাই সরকারকে কোনো বিবৃতিও দিতে পারেননি তিনি।