যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি আতিক-সম্পাদক রোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৩ পিএম, ২৬ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০১:৫৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ ও উদ্দেশ্যকে সমুন্নত রাখার প্রয়াসে কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরাম যুক্তরাজ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী অসংখ্য নেতাকর্মীরা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। অনেকেই বিভিন্ন কারণে এখানকার বিএনপি'র মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত নেই আবার অনেকে সরাসরি সম্পৃক্ত আছেন সবার সম্মিলিত সমন্বয়ে উপজেলা জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত দের নিয়ে কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরাম ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী এস এম আতিকুর রহমানকে সভাপতি ও মোঃ খলিলুর রহমান রোকন সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন সায়েক, সহ-সভাপতি আব্দুল মোতালিব লিটন ও হাসান মুর্শেদ, সহ-সাধারন সম্পাদক মাসুম রহমান, আইনুল ইসলাম চৌধুরী, নোমান আহমদ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এহসানুল হক মাহিন, প্রচার সম্পাদক শেখ জুবায়ের আহমেদ টিপু, অর্থ সম্পাদক সাইফুল আলম চৌধুরী (আলাল), দপ্তর সম্পাদক নাঈম আহমেদ শাওন, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌরভ আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম আশফাক সোহাগ।
সাধারণ সদস্য হলেন, মোঃ আব্দুল মামুন চৌধুরী লিটন, গোলাম সরোয়ার মকবুল সালাম, ময়নুল হাসান সুমন, মঈনুল ইসলাম চৌধুরী, ইশতিয়াক রহমান চৌধুরী, মোঃ শাহীন আহমদ চৌধুরী, রিফাত রাহাত, মোঃ সালমন সায়মন, মোঃ তারেকুল ইসলাম রুহুল, মাহফুজুর রহমান হিমেল।