ইউক্রেনে রাশিয়ার ১৫ হাজার সেনা নিহত : ন্যাটো
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৮ পিএম, ২৪ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর গত এক মাসে দেশটিতে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ন্যাটো। খবর বিবিসির।
বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউক্রেনে রুশ বাহিনীর প্রাণহানির এ হিসাব দিয়েছেন।
ন্যাটোর শীর্ষ কর্মকর্তা আরও জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াইয়ে রাশিয়ার ৩০ থেকে ৪০ হাজার সেনা নিহত অথবা আহত হয়েছেন বলেই তাঁদের ধারণা।
রাশিয়া ২ মার্চ প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানায়, ইউক্রেনে যুদ্ধে তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছেন। এরপর সেনা নিহতের আর কোনো হিসাব দেয়নি রাশিয়া। ইউক্রেনে রুশ সেনা হতাহতের তুলনা টেনে বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, আফগানিস্তানে এক দশকের যুদ্ধে রাশিয়ার প্রায় ১৫ হাজার সেনা প্রাণ হারিয়েছিলেন। ইউক্রেনও তাদের সেনা নিহতের স্পষ্ট হিসাব দিচ্ছে না।
প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধে তাদের ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন।