ইসরাইলে ছুরি নিয়ে হামলা, হামলাকারীসহ নিহত ৪
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫১ পিএম, ২৩ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ১১:২৩ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ইসরাইলে এক সন্ত্রাসী হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ মার্চ) বিরশেবার কাছে একটি শপিং সেন্টার ও গ্যাস স্টেশনে ছুরি নিয়ে হামলা চালান হামলাকারী।
এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীর নাম মুহাম্মদ আলাব আহমেদ আবু আলকিয়ান। তিনি একজন ইসরাইলি আরব।
পুলিশ জানিয়েছে, আলাব জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের অনুসারী। ২০১৫ সালে জঙ্গি তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অপরাধ প্রমাণের পর তার কারাদণ্ড হয় এবং ২০১৯ সালে তিনি মুক্তি পান। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
খবরে জানানো হয়েছে, মঙ্গলবার ৪ জনকে হত্যার পর পালিয়ে যাওয়ার পথে এক পথচারী হামলাকারী মুহাম্মদ আলাবকে টার্গেট করে গুলি ছোঁড়েন। এতে আলাব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। তার ছুরিকাঘাতে আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এরইমধ্যে আলাবের দুই ভাইকে গ্রেপ্তার করেছে। তারা আলাবকে ছুরি হাতে বেড়িয়ে যেতে দেখেছিল বলে স্বীকার করেছে।
তবে পুলিশের ধারণা, এই হত্যাযজ্ঞের সঙ্গে আলাবের ভাইদের কোনো সম্পর্ক নেই, সে একাই এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। তবে তার ভাইয়েরা আলাবের পরিকল্পনার কথা জানতেন কিনা তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ চলছে।
হামলার পর বিরসেবার মেয়র রিউভেন দানিলোভিচ জানান, শহরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। ইসরাইলের পুলিশ প্রধান কবি শাবতাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, তাদের কাছে হামলার আগে কোনো সতর্কবার্তা ছিল না। এ নিয়ে তদন্ত চলছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী নাফটালি বেনেট ভিক্টিমদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। যেই পথচারী সন্ত্রাসীকে হত্যা করেছে তার প্রশংসা করেন তিনি। বলেন, এ কাজের মাধ্যমে তিনি বুদ্ধি ও সাহসের পরিচয় দিয়েছেন। এর মাধ্যমে আরও সহিংসতা থেকে ইসরাইল বেঁচে গেছে বলেও জানান বেনেট।