ভারতে কাঠের গোডাউনে আগুন, নিহত- ১১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০১ পিএম, ২৩ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৫২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদে একটি কাঠের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বুধবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা সবাই বিহারের অভিবাসী শ্রমিক।
প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন অল্প সময়ের মধ্যেই পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। সে সময় গোডাউনের ভিতরে ঘুমিয়ে থাকা শ্রমিকরা এই দুর্ঘটনার কবলে পড়ে।
তবে ৪ থেকে ৫ জন শ্রমিক বের হতে সক্ষম হলেও বাকিরা আগুনে পুড়ে যায়। গোডাউন থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকলের কয়েকটি টিম। আগুন নেভানোর চেষ্টা চলছে বলে জানায় তারা।