ন্যাটোর একটি সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:০৯ পিএম, ১৯ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১২:৫৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নরওয়েতে ন্যাটোর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে চার আরোহীর সবাই মারা গেছেন।
গতকাল শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। খবর সিএনএন ও বিবিসির।।
জানা গেছে, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রশিক্ষণ চলাকালে এটি বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনীর অন্তর্ভুক্ত এমভি ২২বি অসপ্রে প্লেনটি ‘কোল্ড রেসপন্স’ নামক একটি মহড়ায় অংশ নিচ্ছিল। কিভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে নরওয়ে পুলিশ।