ইউক্রেনের জন্য ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা বাইডেনের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৪৩ পিএম, ১৬ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:১৪ পিএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের মানবিক ও সামরিক সহায়তার জন্য ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিলে স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর বাইরে আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিলে শিগগিরই স্বাক্ষর করবেন তিনি। খবর সিএনএন ও আল জাজিরার।
বিলে অনুমোদন শেষে এক টুইট বার্তায় জো বাইডেন লিখেন, ‘এইমাত্র আমি দ্বিপাক্ষিক সরকারি সহায়তা বিলে স্বাক্ষর করলাম। এর মাধ্যমে সরকারকে উন্মুক্ত রাখা এবং ইউক্রেনে ঐতিহাসিক ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে।’
এ বিষয়ে সিনেট নেতা চাক শুমার বলেন, ‘আমরা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার দিচ্ছি খাদ্যের জন্য, ওষুধের জন্য, আশ্রয়ের জন্য এবং দুই মিলিয়ন শরনার্থীর জন্য যারা ইউক্রেন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।’
সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনে এন্টি-ট্যাংক ক্ষেপনাস্ত্র দেওয়া হবে। একই কথা বলেছেন চাক শুমারও। তিনি জানিয়েছেন সামরিক সহায়তা বিলের অংশ হিসেবে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপনাস্ত্র ও স্টিংগার অ্যন্টি-এয়ারক্রাফট ক্ষেপনাস্ত্র দেওয়া হবে ইউক্রেনকে।