দুর্ঘটনাবশত পাকিস্তানে পড়লো ভারতীয় মিসাইল, দুঃখ প্রকাশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২৯ পিএম, ১১ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:২৮ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতের একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে পড়েছে। এ নিয়ে চিরশত্রু দু দেশের মধ্যে সম্পর্কে নতুন টানাপড়েন দেখা দিয়েছে। তবে ভারতের তরফ থেকে এরইমধ্যে এ নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে।
আজ শুক্রবার (১১ মার্চ) ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে জানায়, বিষয়টি তারা ‘গুরুত্বের সঙ্গে’ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ খবর দিয়েছে পাক গণমাধ্যম ডন।
খবরে জানানো হয়েছে, গত ৯ মার্চ এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ওই মিসাইলের সঙ্গে কোনো বিস্ফোরক ছিল না। এমন ঘটনা ‘অপ্রীতিকর পরিণতি’ ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। এরপরই ভারত বিবৃতি দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করলো।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই ঘটনাটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। এতে কোনো প্রাণহানি না হওয়ায় ‘উদ্বেগ নিরসন’ হয়েছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।
এর আগে পাকিস্তান ওই ঘটনার ব্যাখ্যা চায় ভারতের কাছে। গণমাধ্যমের কাছে পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের মহাপরিচালক বাবর ইফতিখার বলেন, গত ৯ মার্চ একটি দ্রুত গতি সম্পন্ন উড়ন্ত বস্তু ভারত থেকে উড়ে এসে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে এবং মিয়ান চান্নু এলাকায় পতিত হয়। এটি ছিল একটি সুপারসনিক উড়ন্ত বস্তু, খুব সম্ভবত একটি মিসাইল। তবে এতে কোনো বিস্ফোরক ছিল না। এর কারণে ভারত ও পাকিস্তানের অনেক আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বিমান ঝুঁকিতে পড়েছিল।