রাসায়নিক অস্ত্র কোথায় ছুড়বেন : জেলেনস্কি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৮ পিএম, ১১ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৪১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন রাসায়নিক অথবা জৈবিক অস্ত্র বানাচ্ছে, এমন অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এ অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছি বলে অভিযোগ উঠেছে। এটা আমাকে সত্যিই চিন্তায় ফেলেছে। কারণ, আমি বারবারই দেখেছি, যদি রাশিয়ার পরিকল্পনা জানতে হয়, তাহলে রাশিয়া অন্যদের বিরুদ্ধে কী অভিযোগ তুলছে, সেদিকে নজর রাখতে হবে।’
রাসায়নিক হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার অভিযোগ কেন, রাশিয়ার দিকে এ প্রশ্ন ছুড়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা কি ইউক্রেনকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা কি অ্যামোনিয়া ব্যবহার করছেন? ফসফরাস ব্যবহার করছেন? আপনারা আমাদের ওপর হামলার জন্য কী প্রস্তুতি নিয়েছেন? রাসায়নিক অস্ত্র কোথায় ব্যবহার করবেন?’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের মাটিতে কোনো রাসায়নিক অথবা গণবিধ্বংসী অস্ত্র তৈরি হবে না।
জেলেনস্কি বলেন, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইউক্রেন সরকারের সহায়তায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী রুশ হামলায় ক্ষতিগ্রস্ত শহরগুলোতে খাদ্য, ওষুধসহ বিভিন্ন ত্রাণ পৌঁছে দিচ্ছে। তবে তিনি অভিযোগ করেন, মারিউপোল ও নিকটবর্তী ভলনোভাখা শহর পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে।