যুক্তরাজ্যে জাবি এর সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৬ পিএম, ৮ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:১৮ এএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যুক্তরাজ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৭ মার্চ) লন্ডনের কোকোবিন ক্যাফেতে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জহির মুহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে এবং সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব পারভেজ মল্লিকের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সন্মানিত উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম ও রানা ইসলাম - সহ সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ওয়াকারুল আমিন রানা, আনিসুর রহমান, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, আলিম আল রাজী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন কোষাধ্যক্ষে দায়িত্ব প্রাপ্ত হাবিবে আলম চৌধুরী এবং সৈয়দ ইফতেখার, দপ্তরে দায়িত্বপ্রাপ্ত মতিয়ার রহমান মতিন, প্রকাশনায় দায়িত্বপ্রাপ্ত মনির মোঃ জামান। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্যদের মধ্যে মতামত প্রদান করেন মাহবুবা নাজরীনা জেবিন, ফারহানা একা, সজীব ভূইয়া প্রমুখ।
মতামত সভায় আলোচকরা সুবর্ণজয়ন্তী উদযাপনের করনীয় শীর্ষক আলোচনা করেন। সুবর্ণজয়ন্তীতে ব্যবহৃত টি-শার্টের লোগো উন্মোচন সহ আগামী ২৫শে জুন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়।