ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন রুশ বাহিনীর দখলে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:২২ পিএম, ৪ মার্চ,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:২৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন রুশ বাহিনীর দখলে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
রয়টার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে।
তারা বলেছেন, “বর্তমানে অপারেশনাল কর্মীরা বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন। তবে স্টেশন কর্মীরা এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।”
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনী হামলায় ইউক্রেনের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর দেয় স্থানীয় কর্তৃপক্ষ। পরে এক বার্তায় আগুন নিয়ন্ত্রণেরও খবরও দেয় কর্তৃপক্ষ। জাপোরিঝঝিয়া ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণিক বিদ্যুৎকেন্দ্র, যা ইউক্রেনের বিদ্যুতের চাহিদার প্রায় ২৫ শতাংশ মেটায়।
পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবরে ইউরোপজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অগ্নিকাণ্ডের খবর পেয়েই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন।
সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। আজ শুক্রবার অভিযানের নবম দিন। বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি