অস্ত্র সমর্পণ করলে কিয়েভের সাথে আলোচনা - রাশিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৪০ পিএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৪৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইউক্রেনের সেনাবাহিনী অস্ত্র সমর্পণ করলে কিয়েভের সাথে আলোচনায় বসতে রাজি আছে রাশিয়া।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
এসময় তিনি আরও বলেন, ‘রাশিয়া চায় না কোনো নব্য নাৎসি ইউক্রেনের ক্ষমতায় থাকুক।’
একই সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, রাশিয়া ইউক্রেনকে সামরিকভাবে নিরস্ত্রীকরণ করতে চায়। ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা মস্কোর নেই বলেও দাবি করেছেন ল্যাভরভ।
বৃহস্পতিবার ইউক্রেনে সরাসরি সেনা অভিযান শুরু করে মস্কো। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের নানা দেশ থেকে রাশিয়ার ওপর বেশকিছু নিষেধাজ্ঞা দেয়া হলেও ন্যাটো জোটসহ মার্কিন মিত্ররা জানিয়েছে, তারা কেউ সরাসরি ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামবে না।
সূত্র: রয়টার্স