রাশিয়ার ৫ যুদ্ধবিমান ও ১ হেলিকপ্টার ভূপাতিত, দাবি ইউক্রেনের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫১ পিএম, ২৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৪৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার দাবি করেছে যে তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি ছিটমহলের কাছে দেশটির পূর্বে পাঁচটি রুশ বিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।
দেশটির একজন আর্মি জেনারেলের উদৃতি দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে। তবে নাম প্রকাশ করা হয়নি।
আর্মি জেনারেল বলেন, যৌথ বাহিনী কমান্ডের তথ্য অনুযায়ী, আজ, ২৪ ফেব্রুয়ারি যৌথ বাহিনীর অভিযান এলাকায় আগ্রাসনকারীদের পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর উদৃতি দিয়ে বিবিসি বলেছে, ইউক্রেন সামরিক বাহিনী পাঁচটি রুশ বিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে রাশিয়ান প্রতিরক্ষা বাহিনী নিজেদের বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে।