ইউক্রেনে সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চলছে : জেলেনস্কি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০১ পিএম, ২৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৪৬ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ইউক্রেনে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
এদিকে ন্যাটো মহাসচিব জেনস স্টোলেনবার্গ ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া হামলার নিন্দা জানিয়েছেন।
এক টুইটে ন্যাটো মহাসচিব বলেন, হামলার কারণে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। তিনি আরও বলেন, ন্যাটোর মিত্র দেশগুলো রাশিয়ার নতুন হামলা নিয়ে আলোচনায় বসবে।
ইউক্রেনে পাঁচটি বিস্ফোরণের খবর জানিয়েছে বিবিসি ও এএফপি। দেশটিতে সামরিক শাসন জারির আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি আরও বলেছেন ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে রাশিয়া আগামী দিনগুলোয় ইউরোপে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে।