ভাষা শহীদদের প্রতি আমিরাত বিএনপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৫ পিএম, ২২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৫১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত বিএনপি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন৷
শারজাহ বাংলাদেশ সমিতিতে নির্মিত শহীদ মিনারে আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেন নেতারা৷
এসময় উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সহ সভাপতি আমিরুল ইসলাম এনাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ জাহাঙ্গীর আলম রুপু, দুবাই বিএনপির আহবায়ক মোহাম্মদ রফিক, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুন নাহার স্বপ্না, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এস,এম,মোদাচ্ছের শাহ, শারজাহ বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু, ইউএই যুবদলের সভাপতি ফরিদ আহমেদ শাহীন, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন, শারজাহ বিএনপির সিনিয়র সহ সভাপতি হানীফ খোকন, আজিজুল ইসলাম কিরণ, রহিমা খাতুন, মোহাম্মদ ইউনুস, মুনির,শাহ আলম ও মাহমুদ প্রমুখ৷