ফের বেড়েছে স্বর্ণের দাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২৫ পিএম, ৩ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:২৫ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা দুদিন বেড়েছে। সর্বশেষ গত মঙ্গলবার ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ায় মূল্যবান ধাতুটির বাজার নিম্নমুখী হয়ে ওঠে। তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার রাজনৈতিক বিরোধও ধাতুটির বাজারে প্রভাব ফেলেছে। অস্থিরতা ও মূল্যস্ফীতির আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত ধাতুটির চাহিদা বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
গোল্ড মার্কেটের তথ্য বলছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য নির্ধারণ হয়েছে ১ হাজার ৮০১ ডলার ৬৯ সেন্ট। অন্যদিকে, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮০৩ ডলার ৪০ সেন্টে। গত বছর স্বর্ণের বৈশ্বিক চাহিদার পরিমাণ ১০ শতাংশ বাড়লেও তা প্রাক-মহামারী স্তর স্পর্শ করেনি। বিনিয়োগকারীদের অনীহার কারণেই অলংকার ধাতুটির মূল্য পুনরুদ্ধারে এমন শ্লথগতি দেখা যায়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানায় ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২১ সালের শেষ প্রান্তিকে অলংকার কেনাকাটায় প্রবৃদ্ধি ধাতুটির চাহিদা বাড়িয়েছে, যা ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকের পর সর্বোচ্চ পরিমাণ।