ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় মিললো
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৩৮ পিএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০১:২৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার পথে ঠাণ্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশির পরিচয় মিলেছে।
আজ রবিবার (৩০ জানুয়ারি) রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিজ্ঞপ্তিতে ইতালির বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৫শে জানুয়ারি ইতালিতে অভিবাসনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার পথে ধরা পড়া ২৮৭ জনের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি। এর মধ্যে ৭ বাংলাদেশি ঠাণ্ডাজনিত রোগে নৌকাতেই মারা যায়।
ইতালি দূতাবাসা উদ্ধার হওয়া লোকদের সঙ্গে কথা বলে ঠাণ্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশির পরিচয় শনাক্ত করেছেন। তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল।
রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, মৃত ওই বাংলাদেশিদের সঙ্গে পরিচয় শনাক্তকারী কোনো ডকুমেন্ট না থাকায় জটিলতা দেখা দিয়েছে। তবে ওই বাংলাদেশিদের সঙ্গে ইতালির ল্যাম্পেডুসায় পৌঁছা অন্য বাংলাদেশিদের সঙ্গে কথা বলে মৃত সাত জনের তথ্য পাওয়া গেছে।
মৃতদের মধ্যে একজন ছাড়া বাকি ছয় জনের পরিচিতরা উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন।
দূতাবাস কর্তৃপক্ষ আরও জানান, মরদেহগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করার স্বার্থে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ শাখার ই-মেইলে (welfare.rome@gmail.com) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
ইতালির রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান ২৫শে জানুয়ারি সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।