কাশ্মীরে পৃথক দুটি বন্দুকযুদ্ধে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৪ পিএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৪১ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ভারতশাসিত কাশ্মীরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক দুটি বন্দুকযুদ্ধে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তাদের মধ্যে একজন পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের কমান্ডার ছিলেন।
আজ রবিবার (৩০ জানুয়ারি) কাশ্মীর পুলিশের বরাত দিয়ে এনডিটিভির অনলাইন প্রতিবেদনে বন্দুকযুদ্ধের এ খবর জানানো হয়েছে।
পুলিশ বলেছে, গতকাল শনিবার রাতে কাশ্মীরের পুলওয়ামা ও বুদগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
কাশ্মীর পুলিশ টুইট করেছে, ‘গত ১২ ঘণ্টায় দুটি বন্দুকযুদ্ধে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও জইশ-ই-মোহাম্মদের পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে জইশ-ই-মোহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি ও এক পাকিস্তানি সন্ত্রাসী রয়েছে। এটা আমাদের জন্য একটা বড় সাফল্য।’
কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, চলতি মাসে এখন পর্যন্ত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ১১টি বন্দুকযুদ্ধের ঘটনায় মোট ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীদের মধ্যে ৮ জন পাকিস্তানি নাগরিক বলে দাবি করেছেন তিনি।