সিরিয়ান কারাগারে আইএসের হামলা, নিহত ১২০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২৩ পিএম, ২৩ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০২:৪৭ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সিরিয়ার এক কারাগারে উগ্রবাদী আইএস সদস্যদের হামলার পর মার্কিন সমর্থিত কুর্দিদের সাথে তাদের ভয়ঙ্কর যুদ্ধের সময় ১২০ জন নিহত হয়েছেন।
আজ রবিবার (২৩ জানুয়ারি) এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, কমপক্ষে ৭৭ উগ্রবাদী আইএস সদস্য ও ৩৯ কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য, কারারক্ষী ও সন্ত্রাসবিরোধী মিলিশিয়া বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন এ যুদ্ধে।
বৃহস্পতিবার উগ্রবাদী আইএস সদস্যরা উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকা শহরের ঘোয়ারান কারাগারে হামলা করলে এ সঙ্ঘাতে সূচনা হয়।
শুক্রবার উগ্রবাদী আইএস সদস্যরা তাদের নিজস্ব গণমাধ্যম আমাক মিডিয়ার মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে। শনিবার তাদের প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে যে সশস্ত্র ব্যক্তিরা (আইএস সদস্যরা) কারাগারে প্রবেশ করছেন। এ সময় তারা তাদের কালো পতাকা দোলাচ্ছিলেন। তাদের দাবি তারা কুর্দিদের পরিচালিত হাসাকা শহরের ঘোয়ারান কারাগারে তাণ্ডব চালিয়েছেন। যদিও আল-জাজিরা ওই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত নয়।
আইএসের দাবি, এ ঘোয়ারান কারাগারে তিন হাজার পাঁচ শ’ আইএস সদস্য ও কিছু আইএস নেতা বন্দী আছেন।