জাপানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৫ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৪১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভূমিকম্পের দেশ জাপান। দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ১৩ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ১টা ৮ মিনিটে দেশের সর্বদক্ষিণের দ্বীপ কিয়াউশুর উপকূলে ভূপৃষ্ঠের ৪৫ কিলোমিটার গভীরে উৎপত্তি ঘটেছে এই ভূমিকম্পের। তবে এর ফলে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এছাড়া দক্ষিণাঞ্চলীয় প্রশাসিনক এলাকা ওইতা ও মিয়াজাকিতে ভূমিকম্পের ফলে পানি সরবরাহ ব্যবস্থা, সড়ক ও বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
দেশটির নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর স্থানীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে অস্বাভাবিকতার কোনো খবর পাওয়া যায়নি।