ঘানায় ভয়াবহ বিস্ফোরণে ৫০০ বাড়ি ধ্বংস, নিহত ১৭
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৩৪ পিএম, ২১ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:২৫ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ভয়াবহ বিস্ফোরণে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৯ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদিনে বলা হয়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিস্ফোরকবাহী গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের পর এ ঘটনা ঘটে।
ঘানার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, খনিতে ব্যবহারের জন্য একটি গাড়ি বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতেই সেখানে বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরকবোঝাই ওই গাড়িটি ঘানার পশ্চিমাঞ্চলীয় একটি স্বর্ণখনিতে যাচ্ছিল। খনি থেকে ১৪০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি হয়।
এদিকে, ভয়াবহ এই বিস্ফোরণের কারণে অন্তত ৫০০ বাড়ি-ঘর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।