ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানকে গ্রেফতারে লন্ডনে মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:১১ পিএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:২৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভারত-অধিকৃত কাশ্মীরে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানকে গ্রেফতারে ব্রিটিশ পুলিশ বরাবর একটি মামলার আবেদন করেছে লন্ডন-ভিত্তিক একটি আইনি সংস্থা।
স্টক হোয়াইট নামে ওই আইনি সংস্থাটির ভাষ্যমতে, তারা মেট্রোপলিটন পুলিশের যুদ্ধাপরাধ ইউনিটের কাছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বেসামরিক নাগরিক নির্যাতন, গুম ও হত্যার যথেষ্ট প্রমাণ দিয়েছে।
সংস্থাটি ২০২০ ও ২০২১ সালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। এছাড়া কাশ্মীরে যুদ্ধাপরাধ ও নির্যাতনের অভিযোগে ভারতীয় বাহিনীর আরও আটজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রত্যক্ষভাবে দায়ী করেছে।
এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও মুখ খুলেনি। স্টক হোয়াইটের প্রতিবেদন অনুযায়ী, হিমালয় অঞ্চলে জম্মু ও কাশ্মীরে ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের কাছে যুদ্ধাপরাধের শক্তিশালী প্রমাণ রয়েছে।
সর্বজনীন বিচারব্যবস্থা নীতির আওতায় গড়ে তোলা হয়েছে লন্ডন পুলিশ বাহিনী। এই বাহিনী পৃথিবীর যে জায়গায় মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বিচার করার ক্ষমতা রাখে। আন্তর্জাতিক ওই আইন সংস্থাটি বলছে, কাশ্মীরে যুদ্ধাপরাধ ইস্যুতে ভারতের বিরুদ্ধে বিদেশের মাটিতে এটি তাদের প্রথম আইনি ব্যবস্থা।
সংস্থাটির পরিচালক হাকান কামুজ আশা করছেন, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পুলিশ তদন্ত করবে এবং অভিযুক্তরা যুক্তরাজ্যে পা রাখার সঙ্গে তাদের গ্রেফতার করতে পারবে। অভিযুক্তদের অনেকেরই যুক্তরাজ্যে সম্পদ ও অন্যান্য যোগসূত্র রয়েছে।
কামুজ বলেন, আমরা যুক্তরাজ্য সরকারকে তাদের দায়িত্ব পালনে সহায়তা করছি। আমরা তাদের যেসব প্রমাণ সরবরাহ করেছি তা তাদের গ্রেফতার ও তদন্ত করার জন্য যথেষ্ট। আমরা চাই অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনা হোক।