পাকিস্তানে তুষারপাত দেখতে গিয়ে নিহত- ২১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ৮ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৬:০৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
পাকিস্তানে ভারী তুষারপাতে গাড়ির ভেতরে আটকা পড়ে হিমায়িত হয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবারের (৮ জানুয়ারি) এই তুষারপাতে অঞ্চলটিতে দুর্যোগ নেমে এসেছে।
রাজধানী ইসলামাবাদের উত্তরে একটি পাহাড়ি অবসর বিনোদন শহর মারি। সাম্প্রতিক সেখানে অভ্যন্তরীণ পর্যটকদের ঢল নেমেছিল। নিহতদের মধ্যে দেশটির পুলিশের উপ-পরিদর্শক ও তার পরিবারের সাত সদস্য রয়েছেন।
আটকেপড়া পর্যটকদের সহায়তার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ডন অনলাইনের খবর বলছে, সেখানে এখন পর্যন্ত পর্যটকদের এক হাজারের মতো গাড়ি আটকা পড়েছে।
ইতিমধ্যে খাইবার পাখতুনখাওয়ার গালিয়াতে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা বলেন, নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে।
এক ভিডিও বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, তুষারপাত দেখতে পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ঢল নেমেছে। গেল ১৫ থেকে ২০ বছরের মধ্যে এত পর্যটক আর কখনো দেখা যায়নি। এতে বিশাল সংকট দেখা দিয়েছে।
আটকেপড়াদের উদ্ধারে পাঁচ প্ল্যাটুন সেনা মোতায়েন করা হয়েছে। মন্ত্রী বলেন, আটকেপড়াদের কম্বল ও খাবার দিয়ে সহায়তা করছেন স্থানীয়রা। পাহাড়ি অঞ্চলের সব পথ বন্ধ করে দিয়েছে প্রশাসন। এখন কেবল উদ্ধারকারীদের গাড়ি সেখানে যাওয়ার অনুমতি পাচ্ছে।
সম্প্রতি মারিতে অস্বাভাবিক ভারি তুষারপাত হচ্ছে। এই তুষারপাত দেখতে সেখানে হঠাৎ করে প্রচুর পর্যটক হাজির হয়েছেন। গত কয়েকদিনে মারিতে এক লাখেরও বেশি গাড়ি ঢুকেছে বলে জানা গেছে। এতে শহরটির দিকে যাওয়া ও বের হয়ে আসার পথগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।